শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » এডাব-এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
এডাব-এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)-এর তিনবছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজধানীর মিরপুরে অবস্থিত বিবিসিএস মিলনায়তনে অনুষ্ঠিত এডাব-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৭ সদস্য বিশিষ্ট উক্ত কার্যনির্বাহী পরিষদেও চেয়ারপারসন নির্বাচিত হন সজাগ (সমাজ ও জাতি গঠন)-এর পরিচালক আব্দুল মতিন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন নড়িয়া উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস)-এর নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রতœা।
এছাড়া এই পরিষদের নির্বাচিত ১৪ জন সদস্য হলেন ভিলেজ এডুকেশন রিসোস সেন্টার (ভার্ক) এর নির্বাহী পরিচালক মো. ইয়াকুব হোসেন, হীড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, আভা’র নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, দিশা স্বেচ্ছাসেবী-আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম, আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ইলমা’র প্রধন নির্বাহী জেসমিন সুলতানা পারু, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম আব্দুস সালাম, আসপাডা’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মাহবুবুল আশরাফ, গ্রামীন বিকাশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আকবর হোসেন, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)-এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন ও স্বাস্থ্য শিক্ষা সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আর কে দত্ত (রূপন)।
ঢাকার মিরপুরে অবস্থিত বিবিসিএস মিলনায়তনে অনুষ্ঠিত এডাব-এর এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ৩ সদস্য বিশিষ্টি নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, এবং সদস্য হিসেবে ছিলেন ড. গয়ানাথ সরকার এবং খায়রুজ্জামান কামাল।
এর আগে এডাব-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট, পরবর্তি বছরের কর্ম পরিকল্পনা অনুমোদন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এই বার্ষিক সাধারণ সভায় সারাদেশ থেকে প্রায় দুই শতাধিক কাউন্সিলর অংশগ্রহন করেন।