শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রেসিডেন্টের দায়িত্ব পালন কমলা হ্যারিসের
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রেসিডেন্টের দায়িত্ব পালন কমলা হ্যারিসের
৬১২ বার পঠিত
শনিবার, ২০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্টের দায়িত্ব পালন কমলা হ্যারিসের

---

মার্কিন ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতা পেয়েছিলেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার (১৯ নভেম্বর) তাকে দেড় ঘণ্টার জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও পারমাণবিক শক্তির নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন।-খবর বিবিসির

এদিন নিয়মিত কলোনোস্কোপি করার জন্য জো বাইডেনকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সেই সময় প্রায় ৮৫ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের দায়িত্ব পান কমালা হ্যারিস।

বাইডেনের চিকিৎসক বলেন, তিনি পুরোপুরি সুস্থ ও দায়িত্ব পালনে সক্ষম।

তার ৭৯তম জন্মদিনের প্রাক্কালে এই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কর্মকর্তারা বলেন, হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে হ্যারিস তার দায়িত্ব পালন করেছেন।

এর আগে প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসাবে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।

হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, সাময়িকভাবে তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানেই এই প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ২০০২ ও ২০০৭ সালে একই রকম স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, সেই সময়েই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে ফিরেছেন, তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

জো বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনার বলেছেন, প্রেসিডেন্ট পুরোপুরি সুস্থ, সবল। ৭৮ বছর বয়সী এই প্রেসিডেন্ট দায়িত্ব পালনে সক্ষম আছেন।

কলোনোস্কোপিতে তার শরীরে বিপজ্জনক নয়, এমন একটি পলিপ শনাক্ত হয়েছিল, তা খুব সহজেই সরিয়ে ফেলা হয়েছে। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।



আর্কাইভ