শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
৫৯৯ বার পঠিত
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

---

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। দলে সুযোগ পেয়েছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া আজকের ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম্যান্সের গ্রাফে দুদলের অবস্থারে রয়েছে বিস্তর পার্থক্য। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। অন্যদিকে মূল পর্বে সব হেরে খালি হাতে ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া তেমন অভিজ্ঞ খেলোয়াড় আর কেউই নেই স্কোয়াডে। জয়ের ধারায় ফিরতে মরিয়া পাকিস্তান বাংলাদেশকে হারাতে তাই মুখিয়ে থাকবে। এখন পর্যন্ত সবমিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে শেষ দুই ম্যাচে ঘরের মাঠে জিতেছে টাইগাররা। বাকি ১১টিতেই শেষ হাসি হেছে পাকিস্তান।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ও হ্যারিস রউফ।



আর্কাইভ