শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » বাসের ধাক্কায় প্রাণ গেলো ইজিবাইকের ৬ যাত্রীর
বাসের ধাক্কায় প্রাণ গেলো ইজিবাইকের ৬ যাত্রীর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বকচর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী কোচের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ( ১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ২ জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।
নিহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার সুজন মিয়া (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের আবদুল বাকীর ছেলে রিপন মিয়া (৩৩) একই গ্রামের টুকু আমিন (৬৫), সোহাগ মিয়া (২২) ও আশরাফ আলী (৬০)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম জানান, ঢাকা থেকে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘাতক কোচটিকে আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।