বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদে হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (সংশোধন) বিলসহ দু’টি বিল পাস
সংসদে হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (সংশোধন) বিলসহ দু’টি বিল পাস
জাতীয় সংসদে আজ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (সংশোধন) বিল, ২০২১সহ দু’টি বিল সংশোধিত আকারে পাস করা হয়েছে।
অন্য বিলটি হচ্ছে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১।
প্রথম বিলটি পাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। দ্বিতীয় বিলটি পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (সংশোধন) বিলে হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের কার্যপরিধি বিস্তৃতির জন্য প্রয়োজনীয় বিধান করা হয়েছে। করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মুলধন বৃদ্ধির বিধান করা হয়েছে।
এছাড়া বিলে পরিচালনা পর্ষদ গঠন, সুনির্দিষ্টকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তহবিল সংগ্রহের লক্ষ্যে দেশীয় আন্তর্জাতিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি সম্পাদনসহ ঋণ গ্রহণ, অপরাধের আমলযোগ্যতা,জামিনযোগ্যতা, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, অর্থদন্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের বিধান করা হয়েছে।
বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিলে পর্যটন শিল্প বিকাশে এর উন্নয়নে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের সুনির্দিষ্ট আইনী কাঠামোর আওতায় আনতে প্রয়োজনীয় বিধান করা হয়েছে। এছাড়া পর্যটকদের স্বার্থসংরক্ষণ, পর্যটন পরিবেশ আরো উন্নয়নে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের জন্য সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, রুস্তম আলী ফরায়জী, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিল দু’টির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধন গ্রহণ করা হয়। অন্য প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।