বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে লিবীয় কূটনীতিকের বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে লিবীয় কূটনীতিকের বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা
লিবিয়ার শ্রমবাজার ও মানব পাচারের প্রতিরোধসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।
আজ বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স রাউমাহ এম.আর ইহে এর এক সৌজন্য বৈঠকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে তাঁরা দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানব পাচারের প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করণসহ লিবিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।