বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিলসহ দুটি’ বিল উত্থাপন
সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিলসহ দুটি’ বিল উত্থাপন
জাতীয় সংসদে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল, ২০২১সহ দু’টি বিল সংসদে উত্থাপন করা হয়েছে।
উত্থাপিত অন্য বিলটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২১।
বিল দু’টির মধ্যে প্রথম বিলটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্থাপন করেন। আর দ্বিতীয় বিলটি উত্থাপন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে, এম, খালিদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিলে পিরোজপুরে এ বিশ্ববিদ্যলয় স্থাপন ও এর শিক্ষার্থী, শিক্ষাদান পদ্ধতি, পাঠক্রম, বিশ্ববিদ্যালয়ের কর্মচারি, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার,ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য জনবল নিয়োগ এবং তাদের ক্ষমতা ও দায়িত্বসহ সংশিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বিলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, সিন্ডিকেট এর সভা, ক্ষমতা ও দায়িত্ব, অ্যাকাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠক্রম কমিটিসহ সংশিষ্ট অন্যান্য কমিটি গঠন, বাজেট, হিসাব - নিরীক্ষাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘর বিলে এ সম্পর্কিত বিদ্যমান অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়।
এছাড়া বিলে জাদুঘর প্রতিষ্ঠা, এর কার্যালয় ও বিভাগ, জাদুঘরের কার্যাবলী, পরিচালনা ও প্রশাসন, পর্ষদ গঠন ও এর কার্যাবলী, মহাপরিচালক নিয়োগ ও তার ক্ষমতা, দায়িত্ব, কিউরেটর, সহকারি কিউরেটর নিয়োগ ও তাদের দায়িত্ব, তহবিল, বাজেট, হিসাব ও নিরীক্ষা, অপরাধ ও দন্ড, বিধি ও প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা - নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।