শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রায়পুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রায়পুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
১৬৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

---

লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের আহত হয়েছেন প্রায় ১০ জন।

বুধবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুর রব (মোরগ প্রতীক) ও মাইন উদ্দিনের (টিউবওয়েল প্রতীক) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রচারণার অংশ হিসেবে সমর্থকদের নিয়ে মিছিল বের করেন দুই প্রার্থী। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এ সময় প্রার্থী আব্দুর রব ও মাইন উদ্দিন উপস্থিত থাকলেও তাদের কোনো ক্ষতি হয়নি। এদিকে এ ঘটনার জন্য দুই মেম্বার প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল আরটিভি নিউজকে বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আর্কাইভ