শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নাটকীয় ম্যাচে হেরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নাটকীয় ম্যাচে হেরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
৫২৩ বার পঠিত
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটকীয় ম্যাচে হেরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

---

ড্র করলেই ফাইনালে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেও হারতে হলো বাংলাদেশকে। শ্রীলঙ্কা বিপক্ষে ২-১ ব্যবধারে হেরে চার জাতির টুর্নামেন্টে রাউন্ড-রবিন লিগ থেকেই বিদায় নিলো জামাল ভূঁইয়ার দল।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রেসকোর্স স্টেডিয়ামে লঙ্কানদের পক্ষে দুটি গোলই দেন আহমেদ ওয়াসিম রাজিক। বাংলাদেশের হয়ে গোলটি করেন জুয়েল রানা। প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন তপু বর্মণ।

কর্দমাক্ত মাঠে বল গড়ানো দুই মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রোতে বলে মাথা ছুঁইয়ে দেন তপু বর্মণ। গোলরক্ষক সুজন পেরারার হাতে চলে যায় বল। তার পর থেকে আক্রমণাত্ম ছিল লঙ্কানরা। একের পর এক আক্রমণ শানায় স্বাগতিকদের আক্রমণভাগ।

২২ মিনিটে বল নিয়ে একাই বাংলাদেশের বক্সে হাজির হন আহমেদ ওয়াসিম রাজিক। আনিসুর রহমান জিকোর মাথার উপড় দিয়ে চলে যায় বল। দুই মিনিটের মাথায় লঙ্কানদের কথা শট ফিরিয়ে দেন জিকো। তবে গোল করতে ভুল করেননি জার্মানিতে জন্ম নেয়া এই ফরোয়ার্ড।

৩১ মিনিটে তপু হেডে গোল হয়ে যাচ্ছিল। লঙ্কান ডিফেন্ডার তবে ডাকসন পালসাস হাত দিয়ে তা ঠেকিয়ে দেন। লাল কার্ড দেখতে হয় তাকে। পেনাল্টি নিতে এসে পোস্টের উপড়ে উড়িয়ে মারেন বাংলাদেশ দলের এই ডিফেন্ডার।



আর্কাইভ