সোমবার, ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » কখনোই সীমান্তে প্রাণহানি চায় না ভারত - দোরাইস্বামী
কখনোই সীমান্তে প্রাণহানি চায় না ভারত - দোরাইস্বামী
ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক। এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়।
সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ বন্ধে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।
এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মন্দির কমিটির বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি সমর কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।
এর আগে ভারতের অর্থে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার।
এরপর তিনি দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে যান। কান্তজীউ মন্দির পরিদর্শকালে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রার্থনা করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল রাজদেবত্তোর স্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, সদস্য স্বরুপ বকসী বাচ্চু, রতন সিং উপস্থিত ছিলেন।