রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » গুঞ্জন উড়িয়ে দিয়ে কমান্ডো সিনেমায় দেব
গুঞ্জন উড়িয়ে দিয়ে কমান্ডো সিনেমায় দেব
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজিত সিনেমা ‘কমান্ডো’ নিয়ে বিপাকে পড়েছেন সিনেমার প্রযোজক ও পরিচালক। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। একই সঙ্গে ভারতের অংশের প্রযোজকও তিনি।
তবে, গেল বছরের মার্চে প্রথম লটের শুটিং শেষ করার পরই সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে একাধিকবার অনিশ্চিয়তা দেখা দেয়। করোনাকালীন সময় কাটিয়ে আবারও যখন সিনেমার শুটিং শুরু হবার কথা ঠিক তখনই গুঞ্জন উঠে শিডিউল জনিত ঝামেলার কারণে দেব এ বছর আর শুটিং করবে না কিংবা সিনেমাটিতে তিনি আর অভিনয় করছেন না।
এই গুঞ্জনকে উড়িয়ে দিলেন সিনেমাটির নির্মাতা শামীম আহমেদ রনি ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। দেবও দিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট।
আরটিভি নিউজকে সিনেমাটির নির্মাতা বলেন, ‘আসলে সত্যি দুঃখজনক খবর। সত্যতা না জেনেই অনেকে অনেক রকম খবর ছড়িয়ে দিচ্ছেন। এটা আসলে সত্যি নয়। এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং যথারীতি থাইল্যান্ডেই শুরু হবে এবং এ বছরের ডিসেম্বর মাসেই। এর সত্যতা জানতে চাইলে আপনি দেবের ভেরিফাইড পেইজ থেকে দেখে আসতে পারেন।’
নির্মাতার কথা মতো দেবের টুইট করা পোস্টে দেখা যায় তিনি লিখেছেন, “এখনই না, খুব শিগগিরই আমরা শুটিংয়ে ফিরছি। আমাদের সঙ্গেই থাকুন।
এ প্রসেঙ্গে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, দেব ডিসেম্বরেই ‘কমান্ডো’ সিনেমার শুটে অংশ নিচ্ছেন। তবে, শুটিং ডেট এখনও চূড়ান্ত হয়নি। থাইল্যান্ডে শুটিং হচ্ছে এবং শেষ করে বাংলাদেশ অংশের শুটিংয়ে অংশ নেবেন তিনি।’
এদিকে আরও জানা যায়, টালিউড সুপারস্টার ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দেবের নতুন সিনেমা ‘গোলন্দাজ’। গত ১০ অক্টোবর ভারতে সিনেমাটি মুক্তি পেয়েছিল। ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন ও তৎকালীন ফুটবল খেলার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা দারুণ প্রশংসিত হয়েছে।
আলোচিত সিনেমাটি এবার আসছে বাংলাদেশে। সাফটা চুক্তির আওতায় এই সিনেমা আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গোলন্দাজ’।