শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | শিরোনাম » আলু-পেঁয়াজ রপ্তানিতে সহায়তা করবে নেদারল্যান্ড
আলু-পেঁয়াজ রপ্তানিতে সহায়তা করবে নেদারল্যান্ড
বাংলাদেশে উৎপাদিত আলু-পেঁয়াজ সংরক্ষণের পাশাপাশি বিশ্ববাজারে রপ্তানিতে সহযোগিতা করবে নেদারল্যান্ড। ভবিষ্যতে আদা ও রসুনের ক্ষেত্রেও একইভাবে সহায়তা করবে দেশটি। নেদারল্যান্ড বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ শনিবার গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে বাজারে পেঁয়াজ, আদা ও রসুনের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে এসব পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে দুই দেশ সহযোগিতায় জোর দিচ্ছে।
কৃষি ক্ষেত্রে প্রযুক্তিগত, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়গুলো চূড়ান্ত করতে নেদারল্যান্ডের একটি বাণিজ্যিক মিশন আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে।
প্রায় ছয় বছর পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি এই সফরে কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষি খাতের সঙ্গে যুক্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ, স্কয়ার, এসিআই, মেঘনা এবং জেমকনের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েক বছরে কৃষি উৎপাদনে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি। নেদারল্যান্ডের কারিগরি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তা চেয়েছি। ডাচ বৈদেশিক বাণিজ্যমন্ত্রী আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।