শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভয়াবহ বায়ু দূষণের কবলে দিল্লি
ভয়াবহ বায়ু দূষণের কবলে দিল্লি
ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের শহরগুলোতে বায়ুর মান কিছুটা উন্নতি হলেও, দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
এদিকে, দূষণ কিছুটা কমায় রাজধানীর রাস্তা ও পার্কগুলোয় লোকসমাগম বাড়লেও এখনো শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। ভারতে দীপাবলি উৎসব ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানী নয়াদিল্লীতে বায়ুদূষণের মাত্রা ছিল ভয়াবহ।
তবে, শুক্রবার সকাল থেকে রাজধানীতে দূষণের মাত্রা কিছুটা কমতে শুরু করলে রাস্তায় ভীড় বাড়তে থাকে নগরবাসীর। পার্কগুলোতে সকালে হাটতে বের হওয়া মানুষের সংখ্যাও ছিল অন্যান দিনের তুলনায় কিছুটা বেশি।
তবে, বায়ুর মান এর উন্নতি হলেও, দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায়, স্বস্তি প্রকাশ করতে পারছেন না নগরবাসী। দূষণ কমাতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
স্থানীয়রা বলেন, গেল কয়েকদিনের তুলনায় রাস্তায় চলাচল করতে ও শ্বাস নিতে কষ্ট কিছুটা কম হচ্ছে। তবে, এখনো দিল্লিতে কুয়াশা আর বায়ুদূষণ মিলিয়ে খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা।
দীপাবলির পর থেকেই দিল্লিতে ভয়াবহ দূষণ। সকালে হাঁটতে বের হওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দিল্লি প্রশাসনের উচিত দ্রুত এদিকটাতে নজর দেয়া।
স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দিল্লিতে গেল কয়েকদিন ধরে বায়ুর মান ছিল ৩শ’ ৬০ এ.কিউ.আই, যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি।
বাতাসে দূষিত কণার পরিমাণও ছিল আশঙ্কাজনক পর্যায়ে। এতে, শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়াসহ স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।