শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » মাস্কের দাম সাড়ে ৬ লাখ টাকা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » মাস্কের দাম সাড়ে ৬ লাখ টাকা
২১২ বার পঠিত
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাস্কের দাম সাড়ে ৬ লাখ টাকা

---

করোনা মহামারিতে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মাস্ক। জামা কিংবা শাড়ির মতোই এখন মাস্কের বাজারেও হাজারো বিকল্প। কোথাও আঁকিবুকি কাটা মাস্ক বিক্রি হচ্ছে, আবার কোথাও বাহারি মাস্কে নিজের মুখেরই প্রতিচ্ছবি। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গেছে ‘সোনার মাস্ক’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ সোনার মাস্কের কতগুলো ছবি। এই মাস্কটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের বজবজের গয়না ব্যবসায়ী চন্দন দাস।

চন্দন জানান, পূজার আগে এরকম সোনার মাস্ক তৈরি করে দেওয়ার একটি বায়না পেয়েছিলেন তিনি। ১৫ দিন সময় লেগেছে ১০৫ গ্রাম ওজনের মাস্কটি তৈরি করতে। চোখ ধাঁধানো মাস্কটি বিক্রি হয়েছে ৫ লক্ষ ৭০ হাজার রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ছয় লাখ ৫৭ হাজার ৭৫১ টাকা। মাস্কটি কিনেছেন কলকাতার এক ব্যক্তি।

সূত্র: আনন্দবাজারকরোনা মহামারিতে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মাস্ক। জামা কিংবা শাড়ির মতোই এখন মাস্কের বাজারেও হাজারো বিকল্প। কোথাও আঁকিবুকি কাটা মাস্ক বিক্রি হচ্ছে, আবার কোথাও বাহারি মাস্কে নিজের মুখেরই প্রতিচ্ছবি। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গেছে ‘সোনার মাস্ক’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ সোনার মাস্কের কতগুলো ছবি। এই মাস্কটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের বজবজের গয়না ব্যবসায়ী চন্দন দাস।

চন্দন জানান, পূজার আগে এরকম সোনার মাস্ক তৈরি করে দেওয়ার একটি বায়না পেয়েছিলেন তিনি। ১৫ দিন সময় লেগেছে ১০৫ গ্রাম ওজনের মাস্কটি তৈরি করতে। চোখ ধাঁধানো মাস্কটি বিক্রি হয়েছে ৫ লক্ষ ৭০ হাজার রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ছয় লাখ ৫৭ হাজার ৭৫১ টাকা। মাস্কটি কিনেছেন কলকাতার এক ব্যক্তি।

সূত্র: আনন্দবাজার



আর্কাইভ