শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপ ফাইনালে যাদের দিকে নজর থাকবে
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপ ফাইনালে যাদের দিকে নজর থাকবে
৫০৮ বার পঠিত
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ ফাইনালে যাদের দিকে নজর থাকবে

---

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মহারণ। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপার দোরগোড়ায় অজিরা। অন্যদিকে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো ট্রফির স্বপ্নে বিভোর কিউরা। সব মিলিয়ে এবার বিশ্বকাপে আসছে নতুন চ্যাম্পিয়ন।

পুরো টুর্নামেন্ট জুড়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বেশ ক’জন ক্রিকেটার দলের জয়ে রাখেন দারুণ ভূমিকা। ছন্দে থাকা সেই ক্রিকেটাররা ফাইনালে এবার ব্যাট-বলের ঝড় তুলে রচনা করতে পারেন নতুন কোনো ইতিহাস।

এই যেমন আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এই ওপেনার দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে ৬ ম্যাচে করেন ১৯৭ রান।

যেখানে তার স্ট্রাইক রেট ১৪৮ দশমিক চার দুই। দুই ফিফটিতে এই অজি ব্যাটারের সর্বোচ্চ রান ৮৯। অন্যদিকে, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল সমান ম্যাচ খেলে ১৩১ দশমিক ৩৮ স্ট্রাইক রেটে,, তোলেন ১৮০ রান। তাই বলাই যায় ফাইনালে সবার চোখ থাকবে এই দুই টপ অর্ডারের দিকে।

সেই সঙ্গে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডও ম্যাচ উইনিং ইনিংস খেলে গড়ে দিতে পারেন পার্থক্য। সেমিতে কিউই অলরাউন্ডারের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে স্বপ্নের ফাইনালে পা রাখে ব্ল্যাকক্যাপরা। মিচেল ৬ ম্যাচে করেন ১৯৭ রান। তার স্ট্রাইক রেট ১৪০ দশমিক ৭১। আর সেমিফাইনালের মতো চার ছক্কার ফুলঝুরিতে শিরোপার মঞ্চ রাঙাতে চাইবে ম্যাথু ওয়েডও।

ফাইনালের প্লেয়ার টু ওয়াচে এবার দৃষ্টি দেয়া যাক বোলারদের দিকে। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট আছেন দারুণ ফর্মে। ৬ ম্যাচের তার উইকেট ১১টি। অন্যদিকে, অজি পেসার মিচেল স্টার্কও ফাইনালে কিউই ব্যাটিং শিবিরে ধস নামাতে প্রস্তুত। আসরে তার উইকেট ৯টি।

পেসারদের পাশাপাশি স্পিনাররাদের পারফরম্যান্সও ঈর্ষনীয়। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা কিংবা নিউজিল্যান্ডের ইশ সোধির স্পিন বিষে নীল প্রতিপক্ষের ব্যাটাররা। আসরে ৬ ম্যাচে ১২ উইকেট জাম্পার। এই অজি লেগ স্পিনারের সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট। অন্যদিকে সমান ম্যাচে সোধির উইকেট ৯টি।

এ ছাড়া ফাইনালে অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস, মিচেল মার্শ, ম্যাক্সওয়েলদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত কেইন উইলিয়ামসন, জিমি নিশাম-সাউদিরা।



আর্কাইভ