শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন হচ্ছে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন হচ্ছে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
১৭৫ বার পঠিত
শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন হচ্ছে - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

---

বান্দরবানে নবনির্মিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩২লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে জেলা সদরে নির্মিত এই নবনির্মিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো.আব্দুল কুদ্দুছ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুছছোবহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে। এ সরকারের আমলে পার্বত্য এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে মসজিদ, মন্দির, গীর্জা, বৌদ্ধ বিহারসহ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার অভুর্তপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্যের চাকা সচল করেছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।



আর্কাইভ