বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদের পঞ্চদশ অধিবেশনও সংসদ টিভি থেকে কাভার করতে হবে
সংসদের পঞ্চদশ অধিবেশনও সংসদ টিভি থেকে কাভার করতে হবে
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের পঞ্চদশ অধিবেশনও সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার থেকে সাংবাদিকদের কাভার করতে হবে।
আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের বিধান অনুযায়ি এ অধিবেশন আহবান করেছেন।
গত বছরের প্রথমদিকে দেশে বৈশ্বিক মহামারি করোনা সংক্রমনের পর থেকেই সংবাদ কর্মীরা সংসদ অধিবেশন সংসদ টিভিতে সরাসরি সম্প্রচার থেকে কাভার করে আসছেন। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হলেও সতর্কতার অংশ হিসাবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সংসদ সচিবালায় থেকে জানানো হয়।
সংসদ সচিবালয় থেকে বলা হয় ‘কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
প্রেক্ষিতে সাংবাদিকবৃন্দের কাছে এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।