শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
৩৭৫ বার পঠিত
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

---

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্ব একটি প্রতিনিধি দল আগামীকাল বুধবার (১০ নভেম্বর) পাকিস্তান সফরে যাচ্ছেন।

মঙ্গলবার এক টুইটার পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাদির বালখি এমন তথ্য নিশ্চিত করেছেন।-খবর ডনের

তিনি বলেন, সফররত প্রতিনিধি দল দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এছাড়া অর্থনীতি, ট্র্যানজিট, শরণার্থীসহ নাগরিকদের যাতায়াতের সুবিধাও আলোচনায় থাকবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি গত মাসে কাবুল সফরে গিয়েছিলেন। তখন তিনি মুত্তাকিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

গেল ১৫ আগস্ট মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সাবেক এই বিদ্রোহীদের সরকারকে স্বীকৃতি না দিলেও পেশওয়ার, করাচি ও কোয়েটার কনস্যুলেটসহ ইসলামাবাদে কাবুল দূতাবাসের নিয়ন্ত্রণ নিতে তালেবানকে অনুমতি দিয়েছে।

পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, তালেবার সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য মোত্তাকি। তিনি সফরে আসলে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে বলেই প্রত্যাশা করছি।

রোববার মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদুত মানসুর খান। টুইটারে তারা বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য, ট্র্যানজিট, মানবিক সহায়তা ও লোকজনের যাতায়াতসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

গেল ২১ অক্টোবর কাবুল সফরে মোত্তাকির সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন কুরাইশি। এতে তারা দ্বিপক্ষীয় কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো সচল করতে সম্মতি দিয়েছেন।



আর্কাইভ