সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ভাড়া বেড়ে ৪০ টাকা
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ভাড়া বেড়ে ৪০ টাকা
ডিজেলের দাম বৃদ্ধির কারণ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীবাহী উৎসব, বন্ধন ও শীতল বাসের ভাড়া বাড়ানো হয়েছে। সেই সাথে এ রুটে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাসের ভাড়াও ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে তারা টিকিটপ্রতি ৩০ টাকা করে ভাড়া আদায় করতেন।
এখন সেটা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। অন্যান্য সাধারন পরিবহনের বাসগুলো ডিজেলের দাম বৃদ্ধিও ঘোষণার পর থেকেই ভাড়া আদায় করছে ৫০ টাকা ।
এদিকে বেসরকারি পরিবহনের সঙ্গে বিআরটিসিও ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
চাকুরীজীবী আরিফ হোসেন বলেন, চাকরির কারণে প্রতিদিন বন্দন কিংবা উৎসব বাস দিয়ে যাতায়াত করি। ওইসব বাসের ভাড়া বৃদ্ধি করায় বিআরটিসি দিয়ে যেতাম। বিআরটিসির ভাড়াও বাড়লো। এত টাকা ব্যয় করা মধ্যবিত্ত শ্রেনীর জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে।
অপর একজন ভুক্তভোগী বলেন, এতো টাকা টিকেটের দাম বৃদ্ধি করাটা গরিরের মাথায় আঘাত করা ছাড়া আর কিছুই নাহ।