শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি ফাইনালে কে কার প্রতিপক্ষ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি ফাইনালে কে কার প্রতিপক্ষ
১৬১ বার পঠিত
সোমবার, ৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি ফাইনালে কে কার প্রতিপক্ষ

---

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। ১২ দলের লড়াই শেষে নিশ্চিত হয়ে গেছে সেমি-ফাইনালিস্ট চার দল। ফাইনালে ওঠার লড়াইয়ে সেমির প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমি ফাইনাল নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। তবে এদিক থেকে সবার আগে সেমি নিশ্চিত করে পাকিস্তান।

গ্রুপ পর্বে পাকিস্তান পাঁচ ম্যাচের সবকটি জিতে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন হয় বাবর আজমরা। সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে চারটিতে জিতে রানার্স-আপ হয় গ্রুপ ১-এ তে।

এদিকে গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড প্রথম চার ম্যাচ জিতেও ঝুলে ছিল শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ফলাফল নিয়ে। সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখলেও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়।

অন্যদিকে গ্রুপ-২ এ রানার্স-আপ হওয়া নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে। তবে ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বেশ দারুণ ভাবে। শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে নিশ্চিত করে সেমির লড়াই।

প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আবু ধাবিতে আগামী বুধবার (১০ নভেম্বর), লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দুবাইতে দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর।



আর্কাইভ