শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » লিগ ওয়ান: নেইমারের দুই গোলে পিএসজির জয়
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » লিগ ওয়ান: নেইমারের দুই গোলে পিএসজির জয়
৩৩৯ বার পঠিত
রবিবার, ৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিগ ওয়ান: নেইমারের দুই গোলে পিএসজির জয়

---

নেইমারের জোড়া গোলে লিগ ওয়ানে আরো এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার এ্যাওয়ে ম্যাচটিতে বর্দুর বিপক্ষে ৩-২ গোলে জয়ী হয়েছে প্যারিস জায়ান্টরা।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এর আগে মৌসুমে লিগে মাত্র একটি গোল করেছিলেন। সেপ্টেম্বরে লিঁওর বিপক্ষে পিএসজির ২-১ গোলের জয়ের ম্যাচটিতে স্পট কিক থেকে গোল করে সমতা ফিরিয়েছিলেন নেইমার। গতকাল ২৬ ও ৪৩ মিনিটে পরপর দুই গোল করে তিনি পিএসজিকে তিন পয়েন্ট উপহার দেন। নেইমারের দুই গোলেরই যোগানদাতা ছিলেন কিলিয়ান এমবাপ্পে।
পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘নেইমার আজ দারুন খেলেছে। একজন স্ট্রাইকারের জন্য গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ। আজ সে নিজের যোগ্যতার যথার্থ প্রমান দিয়ে দুটি গোল করেছে।’
পিএসজির হয়ে ৬৩ মিনিটে বাকি গোলটি করেছেন ফরাসি তরুণ এমবাপ্পে। ইনজুরিতে থাকা লিওনেল মেসির অনুপস্থিতিতে নেইমার ও এমবাপ্পের ওপর যে দায়িত্ব ছিল সেটা তারা ভালই পালন করেছেন। ২৬ মিনিটে পেনাল্টির বক্সের বামদিক থেকে এমবাপ্পের একটি ফ্লোটেড পাসে নেইমার দুজন ডিফেন্ডারের মধ্য দিয়ে বল জালে জড়ান। ৪৩ মিনিটে বেশ কয়েকজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এমবাপ্পের সাথে বল আদান প্রদান করে লো শটে ব্যবধান দ্বিগুন করেন।
আগামী বছর কাতার বিশ্বকাপের মাধ্যমে ফুটবল ছেড়ে দেবার একটি ইঙ্গিত গত মাসে দিয়েছেন নেইমার। ফুটবলে এই মুহূর্তে নিজেকে টিকিয়ে রাখতে হলে যে পরিমান সামর্থ্যরে প্রয়োজন সেটা আর নিজের মধ্যে দেখছেন না বিধায় কাতার থেকেই বিদায় নিতে চাচ্ছেন ২৯ বছর বয়সী নেইমার। আর এর প্রভাব ক্লাব ফুটবলেও পড়েছে বলে অনেকেই মত দিয়েছেন।
৬৩ মিনিটে জর্জিনিও উইজনালডামের এসিস্টে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেছেন এমবাপ্পে। কালকের পুরো ম্যাচেই পিএসজির উজ্জীবিত ফরোয়ার্ড লাইন-আপকে আটকাতে বর্দুকে বেশ হিমশিম খেতে হয়েছে। দুই তারকার পারফরমেন্সে ম্যাচের ভাগ্য যখন প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল ঠিক তখন বর্দু ঘুড়ে দাঁড়ায়। ৭৪ মিনিটে এ্যালবার্থ এলিস গোল করে বোর্দোকে আশা দেখাতে থাকেন। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এম’বায়ে নিয়াং দলের হয়ে দ্বিতীয় গোল করলে স্বাগতিক দর্শকরা উল্লাস করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত এই দুই গোল বর্দুর জন্য সান্তনা হয়েই থেকেছে।
পচেত্তিনো বলেন, ‘আমরা দুটি ভুল করেছি এবং সেই সুযোগে তারা দুটি গোল দিয়েছে। আমরা আরো আগেই ম্যাচটি শেষ করে দিতে পারতাম। তিন গোলে এগিয়ে থেকে দুই গোল হজম করা মেনে নেয়া যায়না।’
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের তুলনায় ১০ পয়েন্ট এগিয়ে গেছে পিএসজি।
এর আগে দিনের শুরুতে বর্তমান চ্যাম্পিয়ন লিলি ঘরের মাঠে এ্যাঞ্জার্সের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। লিলি এখনো পিএসজির থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।



আর্কাইভ