রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নোবেল-ভারতরত্ন সব হবে শুধু জিতে এসো, আফগানদের প্রতি আকুতি ভারতীয়দের
নোবেল-ভারতরত্ন সব হবে শুধু জিতে এসো, আফগানদের প্রতি আকুতি ভারতীয়দের
নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি ভারতের জন্য বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা আফগান অন্যতম সেরা স্পিনার মুজিব উর রহমানকে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।
মুজিব ম্যাচটি না খেললে আফগানদের পক্ষে কিউইদের হারানো কঠিন হয়ে যাবে। আর তাই তাকে ফিট করতে নিজেদের ফিজিও দিতেও রাজি আছেন বলে জানিয়েছিলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এবার সেরা এ বোলিং অস্ত্রকে একাদশে ফেরাতে ভারতীয় দর্শকরাও আকুতি-মিনতি জানানো শুরু করেছেন। কেউ বলছেন, দয়া করে ম্যাচটি খেল। আমাদের বোর্ড (বিসিসিআই) তোমার সুস্থ হয়ে ওঠার সব বিল দিয়ে দেবে। কেউ কেউ এমনও বলছেন, প্রয়োজনে তোমার শরীর ম্যাসেজ করে দেব। কোনো সমস্যা হলে বলবে, গোটা ভারত তোমার পেছনে আছে।
তবে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, বিশ্বের সেরা খেলোয়াড় তুমি, নোবেল পুরস্কার, ভারতরত্নের জন্য মনোনয়ন পাবে। ভালো করে বল করবে ভাই। জিতিয়ে দাও। আইপিএলে কোটি কোটি টাকা কামাতে পারবে।
চোট কাটিয়ে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব শনিবার (৬ নভেম্বর) জিমে ফেরার ভিডিও টুইটারে পোস্ট করতেই সেখানে হুমড়ি খেয়ে পড়েন ভারতীয়রা। রীতিমতো অনুনয়-বিননয় শুরু করেন, রোববার যেন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন তিনি।
এদিকে জিমে ফেরার ভিডিও পোস্ট করে মুজিব লিখেছেন, জিমে ফিরলাম। মন ভালো হয়ে গেছে। তার এমন টুইটে ভারতীয় সমর্থকদেরও মন ভালো হয়ে গেছে। তারা যেন কিছুটা স্বস্তি পেলেন এ খবরে।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গো-হারার পর সবশেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারত। তবে রোববারের (৭ নভেম্বর) আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে বাবর আজমদের পর ‘গ্রুপ-২’ থেকে কে যাচ্ছে শেষ চারে। যদি নিউজিল্যান্ড এ ম্যাচে জিতে যায়, তবে সে ক্ষেত্রে বাকিদের স্বপ্নভঙ্গ করে সরাসরি সেমিফাইনালে চলে যাবে তারা। তবে আফগানিস্তান জিতলে সম্ভাবনার দরজা খুলে যাবে টিম ইন্ডিয়ার। শুধু পরের ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই হবে।
এর আগে সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারার পর আফগানিস্তানের বিপক্ষে ভারতের বড় জয় পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। পাকিস্তানিদের মতে, ম্যাচটি পাতানো ছিল।
ভারত-আফগানিস্তান ম্যাচের টস পর্বের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, টস জিতে নিজেদের সিদ্ধান্ত ম্যাচ রেফারিকে জানানোর আগেই আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি বলছেন, ‘ইউ উইল বল ফার্স্ট’। অর্থাৎ তুমি প্রথমে বল নেবে। এরপর যখন ম্যাচ রেফারি নবির কাছে সিদ্ধান্ত জানতে চান তখন তিনিও বলেন, ‘উই উইল বল ফার্স্ট’। অর্থাৎ আমরা প্রথমে বল করব।