শনিবার, ৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম | সিলেট » জ্বালানি নিয়ে ধর্মঘটে কোনো উপকার হবে না : পরিকল্পনামন্ত্রী
জ্বালানি নিয়ে ধর্মঘটে কোনো উপকার হবে না : পরিকল্পনামন্ত্রী
ডিজেলের দাম বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটে ইতিবাচক মনে করছেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ধর্মঘট-হরতাল করে বিশেষ কোনো উপকার হবে না।’
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়। ডিজেল-পেট্রোল আমাদের দেশে তৈরি হয় না। যেখানে উৎপাদন হয়, সেখানের মহাজনরা যখন দাম বাড়ায়, তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। আর সেই দামগুলো কাউকে না কাউকে বহন করতে হবে। পরিশেষে ভোক্তাদের ওপর এটা গড়িয়ে চলে আসে।’
সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে আছেন, সেখানে থেকেই তিনি বাংলাদেশের সকল খোঁজখবর রাখছেন।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সবসময় চিন্তা করেন, কী করে তাদের জীবনে উন্নতি করা যায় সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ্র ও জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ প্রমুখ।