শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » মহানবী (সা.) অন্য ধর্মের প্রতি সম্মান করতে বলেছেন : জয়পুরহাটে হুইপ স্বপন
মহানবী (সা.) অন্য ধর্মের প্রতি সম্মান করতে বলেছেন : জয়পুরহাটে হুইপ স্বপন
মহানবী হযরত মোহাম্মদ (সা.) অন্য ধর্মের প্রতি সম্মান করতে বলেছেন, শুক্রবার বিকেলে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সভায় একথা বলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা শহরের স্বপ্নছায়া কমিউিনিটি সেন্টারে আয়োজন করা হয় তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ওই প্রতিনিধি সভার। মহানবী (সা.) অন্য ধর্মের প্রতি সম্মান করতে বলেছেন উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, জনপ্রতিনিধি ও মাঠ পর্যায়ে থাকা তৃণমুল নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড ও উন্নয়ন পরিকল্পনা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোমিন আহাম্মেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল , আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর হোসেন চৌধুরী প্রমুখ।
এর আগে সদর উপজেলার কড়ই নূরলহুদা এম এ কামিল মাদ্রাসার ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ওই ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।