শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের এই দিনে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের এই দিনে
১২১ বার পঠিত
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের এই দিনে

---

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ নভেম্বর ২০২১, শুক্রবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।ঘটনাবলি:
১৫৫৬ - পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।
১৭৯৫ - বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
১৯০২ - গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।
১৯১১ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।
১৯৪৫ - কলাম্বিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৭৫ - বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক পদচ্যুত হন।
১৯৯৩ - ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।
১৯৯৬ - পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।
২০০২ - যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।

জন্ম:
১২৭১ - মাহমুদ ঘাযান, তিনি ছিলেন মঙ্গোল শাসক।
১৮৫৪ - পল সাবায়টিয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৮৭০ - চিত্তরঞ্জন দাশ, তিনি ছিলেন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ।
১৮৮৫ - উইল ডুরান্ট, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।
১৮৮৮ - লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।
১৯০১ - এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯২০ - ডগলাস নর্থ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৩৬ - উয়ে সিলার, তিনি প্রখ্যাত জার্মান ফুটবলার।
১৯৪৮ - উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯৫৪ - জেফ্রি স্যাক্স, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ।
১৯৫৫ - ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার।
১৯৫৯ - ব্রায়ান এডামস, তিনি একজন কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।
১৯৬৪ - আবেদি পেলে, তিনি সাবেক ঘানার প্রখ্যাত ফুটবলার।
১৯৭৪ - অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও, তিনি জার্মান গায়ক ও গীতিকার।
১৯৭৯ - ডেভিড সুয়ায, তিনি হন্ডুরাসের ফুটবলার।
১৯৮৩ - মাইক হাঙ্কে, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যু:
১৩৭০ - ক্যাসিমির তৃতীয় গ্রেট, তিনি ছিলেন পোলিশ রাজা।
১৮৭৯ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তিনি ছিলেন স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।
১৯১৫ - ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার ইন্তেকাল।
১৯৩০ - খিস্টিয়ান ইজক্মান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ্যাবিৎ।
১৯৪৪ - আলেক্সিস কাররেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।
১৯৫৫ - মরিস উট্রিল উটরিল, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
১৯৬০ - কোটনা ম্যাক সেনেট, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭৪ - অহীন্দ্র চৌধুরী, তিনি ছিলেন বাঙালি অভিনেতা।
১৯৭৫ - এডওয়ার্ড লাউরি টাটম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।
১৯৮২ - ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি।
১৯৯৫ - ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন নিহত হন।
২০০৬ - ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
২০০৭ - নিল্স লিয়েডহল্ম, তিনি ছিলেন সুইডিশ ফুটবলার ও ম্যানেজার।
২০১১ - ভুপেন হাজারিকা, তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় কণ্ঠ সংগীতশিল্পী।



আর্কাইভ