শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান
৫১৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান

---

ইরান দীর্ঘ পাঁচ মাস পর পরমাণু চুক্তি রক্ষা করা বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে আগামী ২৯ নভেম্বর ফের আলোচনা শুরু করতে বুধবার সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
ইরানের ওপর চাপ বৃদ্ধির লক্ষ্যে ভিয়েনায় অনুষ্ঠিত পরোক্ষ বিভিন্ন আলোচনায় পশ্চিমা দেশগুলো সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের পরমাণু কার্যক্রম ঝুঁকিপূর্ণ পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে এবং ইসরাইল হামলার হুমকির মুখে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইইউ দূত এনরিক মোড়া ২৯ নভেম্বরের আলোচনায় আবারো সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি এ বছরের গোড়ার দিকে ছয় দফা আলোচনার নেতৃত্ব দেন এবং সম্প্রতি তিনি আলোচনা শুরুর অগ্রগতির প্রচেষ্টায় তেহরান সফর করেন।
প্রেসি্েডন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণ করে ২০১৫ সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন। তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করে সেখান থেকে সরে দাঁড়ান।



আর্কাইভ