বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর চরে অটোরিকশা চালক মেহেদী হাসানকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য জানান। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব, আপেল ও সোহেল।
জানা গেছে, গত শনিবার (৩০ অক্টোবর) দুপুরে তিন যুবক শহরের চেলোপাড়া এলাকা থেকে সারিয়াকান্দির প্রেম যমুনা ঘাটে যাবার জন্য মেহেদী হাসানের অটোরিকশাটি ভাড়া করে। সেখানে যাবার পর যাত্রীরা পূর্ব পরিচিত হওয়ায় তাদের সঙ্গে মেহেদীও যমুনা নদীর চরে বেড়াতে যান। পরদিন চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মেহেদীকে সারিয়াকান্দিতে নিয়ে যায় গ্রেপ্তারকৃত শাকিব হাসান, আপেল প্রামাণিক এবং সোহেল রানা। তারা জানিয়েছে, চরে যাবার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন আলাপচারিতার ফাঁকে ছুরি দিয়ে মেহেদীর গলা কেটে হত্যা করে। এরপর গ্রেপ্তারকৃতরা অটোরিকশা নিয়ে বগুড়া শহরে আসে। পরে রাতে শহরে অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে চকসুত্রাপুর কসাইপাড়া এলাকায় লুকিয়ে রাখেন তারা।
তিনি আরও জানান, মঙ্গলবার (২ নভেম্বর) রাতে শাকিব, আপেল ও সোহেলকে গ্রেপ্তারের পর অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। এই তিন জনের বিরুদ্ধে থানায় ছিনতাই, ডাকাতি এবং চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে।