বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ফাতির গোলে রক্ষা বার্সেলোনার
ফাতির গোলে রক্ষা বার্সেলোনার
তিন দিন আগেই ১৯ বছরে পা রাখা আনসু ফাতির গোলে আপাতত টিকে আছে বার্সেলোনা। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে দিনামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা।
বায়ার্ন মিউনিখ ও বেনফিকার বিপক্ষে হেরে ইউরোপের সর্বোচ্চ আসরের যাত্রা শুরু করেছিল স্প্যানিশ দলটি। তবে ইউক্রেনের দল কিয়েভকে টানা দুই ম্যাচে পরাজিত করে পরের রাউন্ডে যাবার স্বপ্ন দেখছে বার্সা।
কিয়েভের ঘরের মাঠ ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে কঠিন পরীক্ষা দিতে হয় সফরকারী গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে।
৭০ মিনিটে অস্কার মিগুয়েনজার বাড়ানো বল থেকে লক্ষ্য ভেদ করতে সক্ষম হন মেসির জায়গায় ১০ নম্বর জার্সি পাওয়া এই ফরোয়ার্ড। এতেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সার্জিও বুসকেটস নেতৃত্বাধীন দলটি।
অক্টোবরের ২০ তারিখ নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দিনামো কিয়েভের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচেও ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল কাতালানরা।
‘ই’ গ্রুপে চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে ছয় পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। সমান ম্যাচে এক ড্র ও তিন পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে তলানিতে কিয়েভ। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ১ জয়, ১ ড্র ও দুই পরাজয়ে ৪ পয়েন্ট তুলে তৃতীয় স্থানে বেনফিকা।
আগামী ২৪ অক্টোবর ঘরের মাঠে পর্তুগীজ দল বেনফিকাকে বড় ব্যবধানে হারানো ছাড়া উপায় নেই স্প্যানিশ জায়ান্টদের সামনে।