শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টানা চতুর্থ জয়ে সেমিফাইনালে পাকিস্তান
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টানা চতুর্থ জয়ে সেমিফাইনালে পাকিস্তান
১৪৫ বার পঠিত
বুধবার, ৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা চতুর্থ জয়ে সেমিফাইনালে পাকিস্তান

---

স্বপ্নের মতো বিশ্বকাপ। পাকিস্তানের এবারের টুর্নামেন্টকে ব্যাখ্যা করার জন্য ওই তিন শব্দই সবচেয়ে উপযুক্ত বোধ হয়। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিল বাবর আজমের দল। এবার নামিবিয়াকে ৪৬ রানে হারিয়ে তারা নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা। আগের দিন সেমি নিশ্চিত করে ইংল্যান্ডও।

স্বপ্নের মতো বিশ্বকাপ। পাকিস্তানের এবারের টুর্নামেন্টকে ব্যাখ্যা করার জন্য ওই তিন শব্দই সবচেয়ে উপযুক্ত বোধ হয়। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিল বাবর আজমের দল। এবার নামিবিয়াকে ৪৬ রানে হারিয়ে তারা নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা। আগের দিন সেমি নিশ্চিত করে ইংল্যান্ডও।

মঙ্গলবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ১১৩ রানের জুটি ভাঙেন ডেভিড ভিসা। ৭ চারে ৪৯ বলে ৭০ রান করা বাবরকে ফেরান তিনি।

এরপর ফাখার জামানও ৫ রান করে সাজঘরে ফেরত যান। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রিজওয়ান। ৮ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৭৯ রান করেন তিনি। ৫ চারে ১৬ বলে ৩২ রান করেন মোহাম্মদ হাফিজ। নির্ধারিত ২০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করে পাকিস্তান।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নামিবিয়া। ৮ রানেই তারা হারায় ওপেনার মাইকেল ভেন লিনজিনের উইকেট। এরপরের ব্যাটসম্যানদের ব্যাটে রান এলেও আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তারা।

৩৭ বলে ৪০ রান করে ক্রেইগ উইলিয়ামস ও ২৭ বলে ৩৭ রান করে ভিসা চেষ্টা করেন। কিন্তু সেটাও এড়াতে পারেনি বড় হার। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। হাসান আলি, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাব খান পাকিস্তানের পক্ষে নেন একটি করে উইকেট।



আর্কাইভ