শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » জোর করে ভোট দেওয়ায় আ.লীগের এজেন্টসহ আটক ৩
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » জোর করে ভোট দেওয়ায় আ.লীগের এজেন্টসহ আটক ৩
১৬৩ বার পঠিত
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোর করে ভোট দেওয়ায় আ.লীগের এজেন্টসহ আটক ৩

---

ফেনীর ছাগলনাইয়ায় পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অপরাধে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মোস্তফার এজেন্টসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয।

আটক একজন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট শাহাদাত হোসেন শিপন। অপর দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

ছাগলনাইয়া পাইলট হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আল মমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভোটাররা ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর বুথের ভেতরে থাকা আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট শিপন জোর করে বাটন টিপে তাদের ভোট দেয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।

স্বতন্ত্র প্রার্থী জাকের হায়দার সুমনের অভিযোগ, বুথে বুথে থাকা আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টরা জোর করে আমার ভোট কেড়ে নিয়ে যাচ্ছে। অনেক জায়গায় আমার এজেন্টদের ঢুকতেই দেয়নি। এ মুহূর্তে আমার এজেন্টবিহীন ভোট চলছে।

আওয়ামী লীগ প্রার্থী মেয়র মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভোটার এজেন্ট কিছুই নেই।

পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী বলেন, আটক ব্যক্তিরা জোরপূর্বক ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছিল। ইভিএমে জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়েছে।



আর্কাইভ