মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মস্কোর সঙ্গে ন্যাটো কোনও আলোচনা চায় না: রুশ পররাষ্ট্রমন্ত্রী
মস্কোর সঙ্গে ন্যাটো কোনও আলোচনা চায় না: রুশ পররাষ্ট্রমন্ত্রী
রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ‘ন্যাটো’ তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বিন্দুমাত্র আগ্রহী নয়। খবর আন্দালু এজেন্সি।
রবিবার রোমে ছিল জি-২০ সম্মেলনে এই কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্মেলন শেষে সাংবাদিকদের ল্যাভরভ বলেন, “যখন ন্যাটোতে রাশিয়ার প্রতিনিধি ছিল, তখনও পশ্চিমা শক্তিজোট রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহ দেখায়নি। তারা আমাদের শেখাতে চেয়েছিল, কীভাবে বাঁচতে হবে। ইউক্রেন নিয়ে আলোচনা এবং প্রচার চালিয়ে যেতে হবে।”
গত অক্টোবরে রাশিয়ায় ‘ন্যাটো’র কয়েকটি গুরুত্বপূর্ণ অথচ কূটনৈতিক মিশনে নিষেধাজ্ঞা জারি করেছিল পুতিন সরকার। কারণ এর ঠিক আগেই রাশিয়া জনাকয়েক কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র।
মস্কো যদিও সে অভিযোগ একেবারেই মেনে নেয়নি। গোটা বিষয়টিকেই ভিত্তিহীন দাবি করা হয়। ভ্লাদিমির পুতিনের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ প্রসঙ্গে বলেছিলেন, “আমরা প্রথম থেকেই এই জোট সম্বন্ধে সন্দিহান। এটি মোটেই শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরী হয়নি। বরং শুধু যুদ্ধের জন্য এর উৎপত্তি। তাই কখনওই এই জোটের ওপর আমাদের আগ্রহ ছিল না।”
ন্যাটো সংলাপ প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়াকে কোনো সংকেত পাঠিয়েছে কিনা জানতে চাইলে ল্যাভরভও বলেন, “ন্যাটো কী করতে যাচ্ছে সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা তথ্যের উপর নির্ভর করি, এবং এই তথ্যগুলি নির্দেশ করে যে ন্যাটো আমাদের সঙ্গে কোনও আলোচনাই চায় না।”