শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সচেষ্ট : ধর্ম প্রতিমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সচেষ্ট : ধর্ম প্রতিমন্ত্রী
৫২১ বার পঠিত
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সচেষ্ট : ধর্ম প্রতিমন্ত্রী

---

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে অত্যন্ত সচেতন ও সচেষ্ট অবস্থানে রয়েছেন। সকল ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী সবার বরাদ্ধও তেমনিভাবে দেয়া হয়। কোন কোন ক্ষেত্রে বেশী বরাদ্ধও দেয়া হয় অন্য ধর্মাবলম্বীদের। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরে জেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

জানা যায়, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আওতায় ১৪ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ মসজিদে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা থাকবে। যেখানে একসঙ্গে ১৩শ’ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে মসজিদটিতে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।



আর্কাইভ