শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গুয়ান্তানামো বের বন্দি থেকে আফগান প্রতিরক্ষামন্ত্রী
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গুয়ান্তানামো বের বন্দি থেকে আফগান প্রতিরক্ষামন্ত্রী
২১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুয়ান্তানামো বের বন্দি থেকে আফগান প্রতিরক্ষামন্ত্রী

---

আশরাফ গনির সরকারকে থেকে হটিয়ে সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতে পুরো আফগানিস্তানের দখল চলে যাওয়ার পর পার হয়েছে ১০ দিন। প্রাথমিকভাবে গোষ্ঠীটি সরকার গঠনে তোড়জোড় না করলেও সম্ভাব্য নতুন সরকারের একাধিক মন্ত্রীর নাম সম্প্রতি ঘোষণা করেছে তালেবান। দেশটির নতুন এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে বন্দি থাকা এক তালেবান নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরবর্তী সরকার গঠনে বিশ্বস্ত ও অভিজ্ঞ নেতাদেরই তালেবান মূল্যায়ন করছে। তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান উপ-প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদারই সম্ভবত দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন।

তালেবানের দু’টি সূত্র জানিয়েছে, পরবর্তী আফগান সরকারের অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিশ্বস্ত ও অভিজ্ঞ নেতাদের নিয়োগ করেছে তালেবান। এছাড়া গোষ্ঠীটির এক নেতা জানিয়েছেন, নতুন এই দুই আফগান মন্ত্রীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এদিকে তালেবানের একটি সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লাহ আব্দুল কাইয়ুম জাকিরের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে বন্দি ছিলেন।

অন্যদিকে আফগানিস্তানের বার্তাসংস্থা পাঝওক জানিয়েছে, নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগার নাম চূড়ান্ত করা হয়েছে। তালেবানের অর্থনৈতিক প্রধান হিসেবে দায়িত্বপালন করার কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এছাড়া আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিমের নামও চূড়ান্ত করা হয়েছে। এর আগে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেয় তালেবান।

গোষ্ঠীটি বলছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের গভর্নর হিসেবে সবচেয়ে অভিজ্ঞদেরই বেছে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। কাবুল পতনের প্রাক্কালে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর ১০ দিন পার হলেও এখনও পুরোপুরি সরকার গঠন করেনি তালেবান।



আর্কাইভ