বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম | স্বাস্থ্য » মানিকগঞ্জে করোনার টিকা নেওয়া শিক্ষার্থীরা সুস্থ আছে
মানিকগঞ্জে করোনার টিকা নেওয়া শিক্ষার্থীরা সুস্থ আছে
গত ১৪ অক্টোবর মানিকগঞ্জে করোনার টিকা নেওয়া শিক্ষার্থীরা সুস্থ আছে। এ পর্যন্ত কোনো শিক্ষার্থীর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে অধিদপ্তর এ তথ্য জানিয়েছেন।
অধিদপ্তর জানায়, ১২ থেকে ১৭ বছর বয়সী যেসব শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছিল, তাদের আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। তারা সবাই সুস্থ আছে। তাদের কারও কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। এই অবস্থায় স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করতে কোনো অসুবিধা নেই।
গত ১৪ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
ওই দিন পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জ জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৫০ জন, এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ জন, সদর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের ১০ জন এবং জাহিদ মালেক উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদের আমেরিকার তৈরি ফাইজারের টিকা দেওয়া হয়।