শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮০ লাখ ৭১ হাজার ৭০ জন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮০ লাখ ৭১ হাজার ৭০ জন
১৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮০ লাখ ৭১ হাজার ৭০ জন

---

গত ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭১ হাজার ৭৩৭ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ২৮৭ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৫৬ হাজার ৩৭৭ জন

আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ১১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৩৪ হাজার ২৭৪ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ২১৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৪ লাখ ৭৬ হাজার ৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ২০ লাখ ৮১ হাজার ১৯ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৩৯২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮০ লাখ ৭১ হাজার ৭০ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১৩ হাজার ১৪ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৩৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৬ লাখ ৭৮ হাজার ২৮৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৩৯৭ জন, মৃত্যু ৬০৮ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৪৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৫২৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭৬ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯০১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪ হাজার ৯১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৫৩৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮০৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৩ হাজার ১৫৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৬ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন। মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ২০ হাজার ৩০৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৭০৬ জন এবং মৃত্যু ৯৩ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৯০ হাজার ৭৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৮৪৭ জন এবং মৃত্যু ১৪৯ জনের। সুস্থ হয়েছেন ৫১ লাখ ৯৭ হাজার ১৪০ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৬২ লাখ ৭৩ হাজার ৬৮১ জন। মোট মৃত্যু ৫৫ হাজার ২১২ জনের এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৫৬ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৭০ জন এবং মৃত্যু ২১৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫১ লাখ ৫৫ হাজার ৭৯ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৯৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৩৩ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯৯৪ জন এবং মৃত্যু ১৬০ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৯৭ হাজার ১৫০ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৪৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২৭ হাজার ৩০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৪৮ জন। মৃত্যু ৮৬ জনের।

স্পেনে আক্রান্ত ৪৮ লাখ ১৫ হাজার ২০৫ জন। মোট মৃত্যু ৮৩ হাজার ৬৯০ জনের আর সেরে উঠেছে ৪২ লাখ ১৭ হাজার ৪৪৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৭৮১ জন, মৃত্যু ১৬৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ৪৭ লাখ ৯৬ হাজার ৩৭৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪ হাজার ২২ জনের এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ২০ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু ৬৬৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫৪৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪২ লাখ ৩৭ হাজার ৭৫৮ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪০ লাখ ২৬ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৬৭১ জন। মোট মৃত্যু ১ লাখ ২৯ হাজার ২৯৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৪১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৩৯ হাজার ৮৬৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৯ লাখ ১ হাজার ৮৬৪ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৫৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪৯০ জন, মৃত্যু ৩৩ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩২ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ২৬২ জন। মোট মৃত্যু ২ লাখ ৫৪ হাজার ৪৬৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৪০ জনের। এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৯১ হাজার ৩৬৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৭ হাজার ২৭০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৩২৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৬ হাজার ৩৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩৪ জন এবং মৃত্যু ৫ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৭ লাখ ২২ হাজার ২০২ জন। মোট মারা গেছেন ৮০ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ২৪ লাখ ৭৪ হাজার ২৪৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৫১ জন, মৃত্যু ৫১৬ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭২৭ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৫২১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২০ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ২ হাজার ১৬০ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৪৩ হাজার ৬৯১ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ৯৪৪ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১২৬ জন,মৃত্যু ২৩ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৯ লাখ ২৬ হাজার ৪২৪ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯৭৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৮২৮ জন, মৃত্যু ৭ জনের।সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৪০৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৭ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬২৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯৬৬ জন, মৃত্যু ১১৪ জনের।



আর্কাইভ