শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » ‘সহিংসতার পেছনে কারা, খুঁজছে গোয়েন্দারা’
‘সহিংসতার পেছনে কারা, খুঁজছে গোয়েন্দারা’
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গত কয়েকদিনে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে কারা ইন্ধন দিয়েছে- তা খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রীতির বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের শিক্ষা ব্যবস্থায় শৈশবের বোধটাকে যেভাবে গড়ে তোলে। ঠিক একইভাবে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় সবাইকে চোখ-কান খোলা রেখে এই অসাম্প্রদায়িকতাকে তুলে ধরতে হবে।
তিনি বলেন, শুভবুদ্ধির শক্তি একসঙ্গে কাজ করলে, অশুভশক্তি দেশের কোনো ক্ষতি করতে পারবে না।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার যেখানে অসাম্প্রদায়িক চেতনাবোধে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন সেখানে প্রতিক্রিয়াশীল চিহ্নিত চক্র বিএনপি-জামাত এবং তাদের দোসররা এই সরকারের উন্নয়নের বিরুদ্ধে একজোট হয়ে নানা অপকর্ম করছে। তাই দেশের পক্ষে সব শুভবুদ্ধির মানুষকে অশুভ শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে বানচাল করতে ওরা দেশে বিভেদ সৃষ্টি করছে। আর তা এখনই রুখে দিতে হবে।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক দেব কুমার মালো প্রমুখ।
এতে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর পল্লীবিদুৎ সমিতি-২ এর পরিচালনা পর্ষদের সহসভাপতি মাওলানা কবির আহমেদ ওসমানী।