শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » করোনায় প্রাণ গেছে প্রায় ২ লাখ স্বাস্থ্যকর্মীর
করোনায় প্রাণ গেছে প্রায় ২ লাখ স্বাস্থ্যকর্মীর
২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাসের মধ্যে বিশ্বব্যাপী করোনায় ৮০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি এতথ্য জানায়।
সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস জানান, টিকা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে গড়ে ৫ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে দুজন টিকার পুরোপুরি ডোজ সম্পন্ন করেছেন।
বর্তমানে বিশ্বব্যাপী আনুমানিক ১৩৫ মিলিয়ন কর্মী স্বাস্থ্যসেবা দিচ্ছেন। সূত্র: বিবিসি