বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আফগানিস্তান
চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আফগানিস্তান
বিশ্বকাপে খেলাই দুলাচলে ছিল আফগানিস্তানের। তালেবানরা ক্ষমতা দখল করায় অনেকে বিশ্বকাপে আফগানদের বয়কটের কথা বলেছিলেন। সেই আফগানিস্তানই টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রস্তুতি সারল।
বুধবার (২০ অক্টোবর) ওয়ার্মআপ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মোহাম্মদ নবি বাহিনীর জয় ৫৬ রানের বড় ব্যবধানে। আফগানিস্তানের ১৮৯ রানের জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট খুইয়ে মাত্র ১৩৩ রান করতে সক্ষম হয় ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
আইসিসি একাডেমি গ্রাউন্ডে ১৯০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের কেউই আলো ছড়াতে পারেননি। লেন্ডল সিমন্স শূন্য রানে ও এভিন লুইস ৩ রানে বিদায় নিলে রোস্টন চেজ এক প্রান্তে দাঁড়িয়ে যান। তার পর ক্রিজে আসা শিমরন হ্যাটমায়ারও ফিরে যান ২ রান করে। এই তিনজনকেই শিকারে পরিণত করেন দলপতি নবি।
এরপর নিকোলাস পুরানকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন চেজ। ২৬ বলে ৪ চার ও এক ছয়ে পুরান ৩৫ রান করে বিদায় নিলে মুখ থুবরে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। চেজ শেষ পর্যন্ত ৫৮ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে আন্দ্রে রাসেল ১১ ও হেইডেন ওয়ালশ ৩ রান করেন। আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ২ রান খরচায় ৩ উইকেট নেন নবি। একটি করে উইকেট পান নাভীন-উল-হক ও করিম জানাত।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটিতেই ৯০ রান তুলেন তারা। এ সময় ৫৬ রান করে ওয়ালশের শিকার হন জাজাই। ৩৫ বলে তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মার।
শেহজাদ ক্রিজে ছিলেন আরও বহুক্ষণ। তার সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়েন গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরান। গুরবাজ ব্যক্তিগত ৩৩ ও নাজিবুল্লাহ ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ৩৫ বলে শেহজাদ করেন ৫৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন ওবেদ ম্যাককয়।
আগের ম্যাচে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিলেন ৪১ রানে।