শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল টাইগাররা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল টাইগাররা
১৫৪ বার পঠিত
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল টাইগাররা

---

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে মোহাম্মদ নাইম শেখের ব্যাটে ভর করে সব উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ধীরে ধীরে খেলায় ফেরে মাহমুদউল্লাহ’র দল। এদিন মোহাম্মদ নাইম শেখ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দল।
এরপর দুর্দান্ত এক থ্রোয়ে সাকিবকে সাজঘরে ফেরান ওমানের আকিব ইলিয়াস। সাজঘরে ফেরার আগে সাকিব ২৯ বলে ৪২ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন।

শেষের দিকে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট খোয়াতে থাকেন। এদিন মেহেদী হাসান, নুরুল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন- কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

অন্যদিকে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ১০ বল খেলে ১৬ রান করে বিলাল খানের বলে বোল্ড আউট হয়ে যান। এরপর মোস্তাফিজুর রহমান দলে দুই রান যোগ করে ম্যাচের শেষ বলে বিলাল খানের বলে ক্যাচ আউট হন।

এদিন দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম শেখ।



আর্কাইভ