মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ৭১ ও ৭৫’র ঘাতকরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে : শিক্ষামন্ত্রী
৭১ ও ৭৫’র ঘাতকরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি এমপি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। সরকার ও তার সম্মানকে ক্ষুণ্ন করতে চায় বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তারা।
চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৭১ ও ৭৫ এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। তারা সবাই এক ও অভিন্ন। স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা, সবাই এক ও অবিচ্ছিন্ন।
তিনি বলেন, সকল অপরাধী তার অপরাধের কিছু না কিছু একটা প্রমাণ ও নমুনা রেখে যায়। এই ধরনের প্রতিটি নাশকতার পিছনে এই এক ও অভিন্ন নমুনা কিন্তু আমরা দেখি। কারণ সেই অপশক্তি আজও সক্রিয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচ এম, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।