সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাঙ্গামাটিতে শেখ রাসেল দিবস উদযাপিত
রাঙ্গামাটিতে শেখ রাসেল দিবস উদযাপিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হচ্ছে আজ জেলায়।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে।
সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাঙ্গামাটির বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পুষ্প্যমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও আলোচনাসভা, রাঙ্গামাটি শিশু একাডেমী, শিল্পকলা একাডেমীর উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা,আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আজ বিকেলে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাছাড়া সরকারি-বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
দিবসটি উপলক্ষে রাঙ্গামাটিসহ ১০টি উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।