শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আইএসআই প্রার্থীদের সাক্ষাৎকার নিতে চান ইমরান খান
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আইএসআই প্রার্থীদের সাক্ষাৎকার নিতে চান ইমরান খান
১২৮ বার পঠিত
রবিবার, ১৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএসআই প্রার্থীদের সাক্ষাৎকার নিতে চান ইমরান খান

---

আইএসআই প্রধানের পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত কর্মকর্তাদের সাক্ষাৎকার নিবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মধ্যে যে সমঝোতা হয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে এই প্রসঙ্গে সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানা যায়।

গত বুধবার (১৩ অক্টোবর) দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করে বলেছেন, আইএসআই প্রধান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পরামর্শের বিষয়টি সম্পন্ন হয়েছে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। বেসামরিক ও সামরিক নেতৃত্ব আবার প্রমাণ করেছে যে সব প্রতিষ্ঠান দেশের স্থিতিশীলতা, অখণ্ডতা ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার তথ্যমন্ত্রী বলেছিলেন, সংবিধান অনুযায়ী নতুন আইএসআই প্রধানকে নিয়োগ দিতে চান প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আইএসআই প্রধান নিয়োগের পদ্ধতি সংবিধান বা সামরিক আইনে উল্লেখ করা হয়নি। অতীতের সব নিয়োগ ঐহিত্য অনুসারে করা হয়েছিল। এ প্রক্রিয়ায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে তিনটি নাম প্রস্তাব করেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আইএসআই-এর মহাপরিচালক নিয়োগের পদ্ধতি সংবিধানে বা আর্মি আইনে উল্লেখ করা হয়নি এবং আগের সব নিয়োগ বরাবরের মতো অনুসরন করা হয়েছিল। যার অধীনে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে তিনটি নাম প্রস্তাব করেন এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত করেন কে হবেন আইএসআই প্রধান।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ‘আইএসআই এর নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে। এ বিষয়টি নিয়ে একটি নির্দিষ্ট মহল যে খেলাটি খেলতে চেয়েছিলো, তা ব্যর্থ হয়েছে।’ এখন বলা হচ্ছে যে, প্রধানমন্ত্রী আইএসআই-এর নতুন ডিজি নিয়োগের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। তিনি বলেন, ‘এই ধরনের নিয়োগের আগে একটি বৈঠক করা প্রচলিত নিয়ম। এই প্রক্রিয়াটিকে বিতর্কিত করা অত্যন্ত অনুপযুক্ত।’



আর্কাইভ