বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়তে চায় আমেরিকা
যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়তে চায় আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে উদ্ধার অভিযান শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চালিয়েছে যাচ্ছে ওয়াশিংটন। যদিও এই সময়সীমা বাড়ানোর রাস্তাও খোলা রেখেছেন তিনি। বাইডেনের ভাষায়, দেশটির নতুন তালেবান শাসকদের সঙ্গে সহযোগিতা ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
মঙ্গলবার হোয়াইট হাউজে বাইডেন বলেন, যত দ্রুত এটা শেষ করতে পারবো, ততই ভালো। যতই দিন যাচ্ছে এই অভিযান আমাদের বাহিনীর জন্য ঝুঁকি বয়ে আনছে। তিনি বলেন, গত ১৪ আগস্ট থেকে এ পর্যন্ত ৭০ হাজার ৭০০ মানুষকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান নেতৃত্ব জানিয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যেই দেশটিতে থাকা সব বিদেশি বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হবে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই সম্মেলনে আরও বলেন, ইঞ্জিনিয়ার এবং ডাক্তারের মতো ‘দক্ষ আফগানদের’ দেশ থেকে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের দেশ থেকে নেয়া বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ৩১ আগস্টের আগে এবং পরে তাদের ইচ্ছা অনুযায়ী লোকজনদের দেশত্যাগের নিশ্চয়তা না দিলে তালেবান সরকার স্বীকৃতি দেবে না জি সেভেন। মঙ্গলবার জি সেভেনভুক্ত দেশগুলোর নেতারা ভার্চুয়াল এক বৈঠকে মিলিত হওয়ার পর জনসন এমন কথা জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা জি সেভেন সদস্য দেশগুলো কেবলমাত্র উদ্ধার অভিযান নিয়ে যৌথ অ্যাপ্রোচের ব্যাপারেই একমত হইনি। বরং তালেবানের সঙ্গে আমরা কিভাবে বা কতটুকু জড়াবো সে ব্যাপারে একটি রোড ম্যাপ তৈরি করেছি।
জনসন বলেন, জি সেভেন প্রথম যে শর্তের ব্যাপারে একমত হয়েছে, তা হচ্ছে- ৩১ আগস্ট এবং এর পরেও যারা আফগানিস্তান ছাড়তে চায়, তাদের নিরাপদে দেশটি ছাড়ার নিশ্চয়তা দিতে হবে। এসময় তিনি তাদের শর্ত না মানলে আর্থিক নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন।