শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে শনিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমএ সামাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আবদুস সামাদ, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা, সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক এসএম সুজাউদ্দিন রাশেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, এনজিও প্রধানগণ ও দৃষ্টি প্রতিবন্ধীরাসহ অনেকে।
পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও ইলেকট্রনিক ডিভাইস বিতরণ করা হয়।