শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩
১৪২ বার পঠিত
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩

---

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতকারীদের ছোড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ৬ হাজার ১৭নং বগির ১নং কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হয়। তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো রেলে কোন ব্যবস্থা ছিল না।

আরও জানা গেছে, আহত যাত্রীরা ট্রেনের এটেনডেন্ট বদিউল আলমকে বিষয়টি জানান। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।



আর্কাইভ