শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ৩৯
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ৩৯
৪৯৭ বার পঠিত
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ৩৯

---

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ও শহরে সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মোট চারটি মামলা করেছে। এ ঘটনায় মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল হোতাকে চিহ্নিত করতে কাজ করছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল আজিম আরটিভি নিউজকে জানিয়েছেন, বুধবারের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, তথ্য ও প্রযুক্তি আইনে এবং সহিংসতার ঘটনার অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এই চারটি মামলায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।



আর্কাইভ