শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘সৌদি আরবের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ’
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘সৌদি আরবের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ’
১২৮ বার পঠিত
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘সৌদি আরবের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ’

---

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সৌদির সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ব্লিংকেন বলেন- মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং আমরা দেশটির সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন আরও বলেন, উল্লেখযোগ্য নানা সমস্যা সমাধানের ক্ষেত্রে সৌদির প্রতি কৃতজ্ঞ যুক্তরাষ্ট্র।

প্রিন্স ফয়সালও দুই জোটের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক উভয় দেশের জন্যই অপরিসীম গুরুত্বপূর্ণ। কেবল আমাদের জন্য নয়, এই অঞ্চল এবং বিশ্বের জন্যও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, বৈঠকের পর ব্লিংকেন সৌদির ওপর হুথিদের হামলায় নিন্দা জ্ঞাপন করেন। এ সময় তিনি সৌদি আরবকে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় মার্কিন সহায়তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পরমাণু কার্যক্রম নিয়েও আলোচনা করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।



আর্কাইভ