মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা কমান্ডার সেলিমসহ গ্রেপ্তার ৮
রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা কমান্ডার সেলিমসহ গ্রেপ্তার ৮
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে কথিত আরসা কমান্ডার মাস্টার মোহাম্মদ সেলিমসহ আট রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এবিপিএন।
গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লাহ (২০) , মৃত আব্দুল গফ্ফারের ছেলে মো. আরিফ উল্লাহ (২৩), আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), ১৪ নম্বর ক্যাম্পের মৃত কাশিমের ছেলে রফিক (২১), ১৫ নম্বর ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. রফিক (২৫), একই ক্যাম্পের মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২২) এবং ১৯ নম্বর ক্যাম্পের মৃত শফিকের ছেলে আব্দুল আমিন (২৮)।
নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন প্রত্যাশী রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে শরণার্থী ক্যাম্পে গুলিতে হত্যার পর গত এক সপ্তাহে অভিযান চালিয়ে কথিত আরসা সদস্যসহ অন্তত ৩০ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন আটজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, জামতলী ক্যাম্প-১৩-এর কবরস্থানের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এবিপিএন কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি দা, হাঁসুয়া, শাবল, সিমকার্ড, মোবাইল ফোনসেট ও নোটবুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, এনায়েত উল্লাহ , আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক, মো. আরিফ উল্লাহ আরসার অন্যতম নেতা আনাসের ঘনিষ্ঠ সহচর। ফিরোজ মিয়া চিহ্নিত মাদক কারবারি। ছলিম আরসার স্থানীয় কমান্ডার।