সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভারত-চীনের সামরিক আলোচনা ভেস্তে গেছে
ভারত-চীনের সামরিক আলোচনা ভেস্তে গেছে
লাদাখে ভারত ও চীনা সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যকার সর্বশেষ আলোচনা ভেস্তে গিয়েছে। রবিবার (১০ অক্টোবর) বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় বাহিনী বলছে, চীনা পক্ষ সম্মত ছিল না এবং তারা কোনো প্রস্তাব দিতে পারেনি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে অবশিষ্ট এলাকার সমস্যা সমাধানে গঠনমূলক পরামর্শ দিয়েছে ভারত। কিন্তু চীনা পক্ষ সম্মত হয়নি এবং তারা কোনো প্রস্তাব দিতে পারেনি। ফলে অবশিষ্ট অঞ্চল নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
উভয় পক্ষ নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে এবং অঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখতে রাজি হয়েছে। আমাদের প্রত্যাশা যে, চীনা পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করবে। পাশাপাশি দ্বিপক্ষীয় চুক্তি এবং প্রটোকল সম্পূর্ণরূপে মেনে চলার সময় বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য কাজ করবে।
পৃথক বিবৃতিতে চীনা সামরিক বাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড বলছে, ভারত অযৌক্তিক এবং অবাস্তব দাবির ওপর জোর দিয়েছে। যা সমঝোতার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছে।