শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ঐতিহাসিক বকশি হামিদ মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ঐতিহাসিক বকশি হামিদ মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত
৫১৮ বার পঠিত
রবিবার, ১০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহাসিক বকশি হামিদ মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

---

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বাহাঁরছড়া ইউনিয়নের ঐতিহাসিক বকশি হামিদ মসজিদ সস্ত্রীক পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ ও ফ্রান্সের দ্যা ক্রাইসিস অ্যান্ড সাপোর্ট সেন্টারের পরিচালক এরিক সেভালিয়াস।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঐতিহাসিক বকশি হামিদ মসজিদটি সস্ত্রীক পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি ঐতিহাসিক স্থাপনাটির চারপাশ ঘুরে দেখেন এবং সৌন্দর্যে বিমুখ হয়ে কর্তৃপক্ষের প্রশংসা করেন।

ঐতিহাসিক বকশি হামিদ মসজিদটি ৯৭৫ হিজরিতে (১৫৬৮ খৃস্টাব্দ) সুলতান সম্রাট সোলাইমানের আমলে নির্মিত হয়ে ৪৫৩ বছর পর্যন্ত অক্ষত রয়েছে।

পরিদর্শনের সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, অলিয়স ফ্রসেস ড. সেলভাস থেরেস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক ড. প্রণব মিত্র চৌধুরী, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, মাদরাসা পরিচালক শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল মজিদ, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহমদুর রহমান, ব্যাংকার ছৈয়দুল আলমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় ফ্রান্সের রাষ্ট্রদুত জ্যাঁ মেরিন সুহ বলেন, ‘এই ঐতিহাসিক বকশি হামিদ মসজিদটি দেখে সত্যিই আমি আনন্দিত। এটা বেশ সুন্দর একটি পুরাতন স্থাপনা। আমি এই সুন্দর মসজিদটির মঙ্গল কামনা করছি।’



আর্কাইভ